আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর - আবুল মনসুর আহমেদ
আবুল মনসুর আহমদ এর 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' উদীয়মান প্রজন্মের সামনে একটি জীবন্ত ইতিহাস। মূলত ইহা শুধু একখানি গ্রন্থ নয়- ইহা একটি জাতির জীবন্ত ইতিহাস বা রাজনৈতিক দলিল(পলিটিক্যাল ডকুমেন্ট)। এই ডকুমেন্ট দেশের বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং মাষ্টার্স শ্রেণীতে অবশ্য পাঠ্য থাকা উচিত ছিল। কিন্তু দূর্ভাগ্য জাতির, যাহারা কর্ণধার তাহাঁরা এ বিষয়ে কোন উদ্যোগ আজ পর্যন্ত গ্রহণ করেন নাই।... মহীউদ্দিন আহমদ, ১ ফেব্রুয়ারী, ১৯৮৫, ঢাকা।
0 disqus:
Post a Comment