লাহোর থেকে কান্দাহার [Lohre Theke Kandahar]
লাহোর থেকে কান্দাহার বইটি সৈয়দ মবনুর সফরের অভিজ্ঞতা । লেখক তালেবান শাষনাধীন আফগানিস্তানে সফর করেছিলেন । সাক্ষাৎকার নিয়েছিলেন বেশ কিছু তালেবানের । এছাড়া পাকিস্তানের বিভিন্ন বাঙ্গালী রাজনৈতিকদের সাক্ষাৎকার নিয়েছিলেন । ইতিহাসপ্রিয় পাঠকের জন্য বইটি চমৎকার ।
0 disqus:
Post a Comment