Blog Archive

Written By Bangladeshi on Tuesday, 21 February 2017 | 21:51

🔯লতাপাতার ঔষধি গুন ও মসলা গুন সম্পর্কে আমরা অনেকেই অবগত। বাংলাদেশ পরিবেশ ও বন মন্ত্রনালয় ও জাতিসংঘেরর সহায়তায় লতাপাতার ঔষধি গুন ও মসলা বইটি প্রকাশিত হয়।

🆕আমাদের দেশে দৈনন্দিন জীবনে রান্নাবান্নার কাজে বিভিন্ন মসলা ব্যবহার করা হয়। এসব মসলা খাবারকে সুস্বাদু করে। এসব মসলার রয়েছে নানাবিধ ঔষধি গুণ, যা বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে। এ শিক্ষা উপকরণটিতে আমাদের দেশে বহুল ব্যবহ্নত কিছু মসলার ঔষধি গুণ অর্থাৎ কোন কোন রোগের কাজ করে এবং রোগ নিরাময়ে এসবের ব্যবহার তুলে ধরা হয়েছে। যা থেকে সকল ধরনের মানুষ উপকৃত হবে বলে আশা করা যায়।
 
⏩নিত্য ব্যবহার্য মসলা লবঙ্গ, দারুচিনি, জিরা, কালিজিরা, তেজপাতা, মৌরী, চই, সরিষা, ধনে ও মেথির কার্যকরী ঔষধি গুনের নাতিদীর্ঘ বর্ণনা নিয়ে সাজানো বাংলা ইবুক। রোগ বিমার উপশমে ভেষজ ঔষধ আজ বিশ্বব্যাপী সমাদৃত। ইবুকটি সংগ্রহে রাখলে পরিবারের পরিচর্যায় নিশ্চিত উপকারে আসবে।





Tag:ঔষধি গাছের নামের তালিকা,শিমুল গাছের শিকড়,ঔষধি গাছের গুনাগুন,ভেষজ উদ্ভিদের নাম,ঔষধি গাছের ছবি,
ঔষধি গাছের নাম ও ছবি,ঔষধি গাছের তালিকা,ঔষধি গাছের বই,কবিরাজি বই
pdf,প্রাথমিক চিকিৎসা বই,আধুনিক এলোপ্যাথিক চিকিৎসা,হোমিওপ্যাথিক চিকিৎসা বই ডাউনলোড,পল্লী চিকিৎসক বই,হোমিওপ্যাথি চিকিৎসার বই pdf,আয়ুর্বেদ বই,পল্লী চিকিৎসক কোর্স,হোমিওপ্যাথিক চিকিৎসা বই ডাউনলোড,ভেষজ চিকিৎসার বই,আধুনিক এলোপ্যাথিক চিকিৎসা,পল্লী চিকিৎসক বই,চিকিৎসা বিষয়ক বই ডাউনলোড,প্রাথমিক চিকিৎসা বই,কবিরাজি বই pdf হারবাল চিকিৎসার বই

0 disqus:

Post a Comment

Eboi.ML© 2014. All Rights Reserved. Published By Kaizen Template