Blog Archive

Written By Bangladeshi on Monday, 27 February 2017 | 22:12

সাত যুবকের গল্প [Sat Juboker Golpo]

তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম, আমি তাদের চিত্ত দৃঢ় করে দিলাম; তারা যখন ওঠে দাঁড়ালো তখন বলল, আমাদের প্রতিপালক! আকাশমন্ডলী ও পৃথিবীল প্রতিপালক! আমরা কখনোই তাঁর পরিবর্তে অন্য কোন মাবুদকে ডাকাব না; যদি করে বসি তাহলে সেটা খুবই গর্হিত হবে। [সূরা কাহাফ: আয়াত ১৩-১৪] 

সাত যুবকের গল্প সাইয়েদ আবুল হাসান আলী নদভী রচিত একগুচ্ছ রচনা সংকলন।মুসলিম উম্মাহর অতীত ঐতিহ্য এর পতন তার ভিতরে যে কষ্টের সৃষ্টি করেছে তাই প্রতিফলিত হয়েছে তার এই রচনাগুলোতে।অবক্ষয়ের এই ভয়ানক নিদানকালে লেখাগুলোর বিশেষ আবেদন আছে বলে আমরা বিশ্বাস করি।

Download Link 2


0 disqus:

Post a Comment

Eboi.ML© 2014. All Rights Reserved. Published By Kaizen Template