আফ্রিকার দুলহান [Africar Dulhan]
Written By Bangladeshi on Wednesday, 1 March 2017 | 19:52
মুসলমানদের মিসর-সিরিয়া দখল করার খুন চাপে আফ্রিকার বলদর্পী খ্রিস্টান সম্রাট জর্জিরের মাথায়। তথ্যটা যথাসময়ে পৌছে যায় মিসরের গভর্নর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সা’দ (রা)-এর কানে। জবাবে তিনি জর্জিরকে ভালোমতো একটা কানমলা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আমীরুল মুমিনীন হযর ওসমান (রাঃ) এর অনুমোদন নিয়ে অভিযানে বেরিয়ে পড়েন জর্জিরের মুসলমানদের সার্বভৌমত্বে আঘাতহানার স্বপ্নসাধ মিটিয়ে দিতে। একে একে আফ্রিকার দু’টি গুরুত্বপূর্ণ দুর্ভেদ্য দুর্গ জয় করে মুখোমুখি হন দাম্ভিক সম্রাট জর্জিররের। দু-দিনের যুদ্ধে জর্জিরের বিশাল বাহিনী প্রচন্ড মার খায় মুসলমানদের হাতে।আসন্ন পরাজয় ঠেকাতে নিরুপায় জর্জির ঘোষণা দেন, যে-ব্যক্তি মুসলিম সেনাপতির মাথা কেটে আনবে, তার সঙ্গে আপন রূপশীকন্যা হেলেনকে বিয়ে দিবেন। বিপরীতে মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে সা’দ (রাঃ) ঘোষণা দেন, যে-ব্যক্তি খ্রিস্টান সম্রাট জর্জিরকে হত্যা করবে, জর্জির কন্যা হেলেনকে তাকে দান করবেন। কী হল তার পর? জানতে পড়ুন “আফ্রিকার দুলহান”
0 disqus:
Post a Comment