সম্ভ্রমহারা এক মায়ের আর্তনাদ। এক বোনের ফরিয়াদ। বোবাকান্না এক মায়ের। নেহরুর অখন্ড ভারতের শিকার এমন হাজারো মা, বোন ও মেয়ে।
*আমি তোমাদের গর্ব, তোমরা আমার সতীত্বের কসম খেতে পারো।
*আমি সেই বোন যার উদাত্ত আহবানে কাঁপন ধরেছিল কায়সার ও কিসরার গগনচুমো প্রাসাদে।
*মুহাম্মদ বিন কাসিমের তলোয়ার কোষমুক্ত করেছিলাম আমিই।
*সুলতান মাহমুদ গজনবী তৃপ্ত হয়েছে আমার দুধপান করে।
*সোমনাথ মন্দির দখল করতে আমিই মদদ যুগিয়েছিলাম।
*আমিই সেই অগ্নিকন্যা যার শিরা-উপশিরায় তৈমুর লংয়ের রক্ত প্রবাহিত।
*দিল্লীর লাল কেল্লা নির্মিত হয়েছিল কেবল আমাকে উপলক্ষ করে।
*ভারতবর্ষের জমিনে শতাব্দীর পর শতাব্দী ধরে বিজয় কেতন উড্ডীন করেছি আমি।
জাতি হে! জানো! আমি কে?
ট্যাগঃ ভারত যখন ভাঙলো
ভারত যখন স্বাধীন হল
ভারত যখন ভাঙল
ভারত যখন ভাংলো
ভারত যখন
রক্তাক্ত ভারত নসীম হিজাযী
রক্তাক্ত ভারত
0 disqus:
Post a Comment