Blog Archive

Written By Bangladeshi on Friday, 3 March 2017 | 17:41

একদা স্পেন আমাদের ছিল। সভ্য ইউরোপও ছিল আমাদেরই। খাক ও খুনের অগ্নিপরিক্ষা দিয়ে আমরা তা জয় করেছিলাম। দীর্ঘ আট'শ বছর পর রক্ত অশ্রু ও হাহাকারভরা এক দূর্দিনে মুসলমানেরা ইউরোপছাড়া হন। শাসকদের অবহেলা দুর্নীতি আর বিলাসিতার সাথে এ পতনে জড়িয়ে ছিল সেতারের রাগিনী নুপূরের নিক্কন আর ছলনাময়ী রূপসী কন্যা। 
সে কাহিনীই জীবন্ত হয়ে উঠে এসেছে আলতামাশের কলমে-

স্পেনের রূপসী কন্যা বইটি দুই খন্ডে সমাপ্ত হয়েছে। দুই খন্ডেরই পেজ সংখ্যা ১৬০। মূল বইয়ের নাম ‘উন্দুলুস কি নাগিন’। আলতামাসের এই বইটার আরও কয়েকটা অনুবাদ বাজারে পাওয়া যায়। যথা-
১/স্পেনের রুপসী কন্যা১,২(কিতাব কেন্দ্র, প্রথম প্রকাশক, এখন মাকতাবাতুত তাক্বওয়া থেকে রিপ্রিন্ট হয়েছে)।
২/ কালনাগিনী (বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স)।
৩/ সিংহসাবক (আল-এছহাক প্রকাশনী)। 
৪/ আন্দালুসিয়ার সমুদ্র-সৈকত১,২( নাদিয়াতুল কোরআন প্রকাশনী)
৫/স্পেনের সুলতানা ( মাকতাবাতুল ইখওয়ান)। 

ইটিতে স্পেনের পতনের কারণগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে খৃষ্টানদের বিরামহীন প্রচেষ্টা আর মুসলমানদের উদাসীনতার চিত্র হৃদয়কে ক্ষতবিক্ষত করে। দ্বিতীয় খন্ডের ফ্লোরা আর ইলুগাইস চরিত্রটির কারণেই মনে হয় বইটির এমন নামকরণ করা হয়েছে। আসলে ফ্লোরাই স্পেনের কালনাগিন । 



0 disqus:

Post a Comment

Eboi.ML© 2014. All Rights Reserved. Published By Kaizen Template