র এর কাওবয়েরা [Raw Er Kowboyra]
এই গ্রন্থে র'তে ২৬ বছরের কর্মজীবনে লেখক যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন সেটি বিধৃত হয়েছে। এই বইয়ে সমসাময়িক কালের ইতিহাস - বিশেষ করে ১৯৭১ সালের যুদ্ধ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, পাঞ্জাব ও কাশ্মীর বিদ্রোহ, জরুরি অবস্থা, আফগানিস্তানে যুদ্ধ, গোয়েন্দাদের আশু করণীয় এবং ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, রাজিব গান্ধী, ভিপি সিং, চন্দ্র শেখর ও নরসীমা রাওয়ের সময় ভারতে গোয়েন্দা কার্যক্রম কিভাবে চলেছে প্রভৃতি বিষয় স্থান পেয়েছে। এসব ঘটনাপ্রবাহে র-এর ভূমিকা কী ছিল এবং এর সফলতা ও ব্যর্থতা কোথায় ছিল তা নিরাসক্তভাবে বইটিতে তুলে ধরা হয়েছে।
বইটির একটি বড় অংশ জুড়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ এ দেশের সাথে সংশ্লিষ্ট নানা ঘটনাপরম্পরা ও বিশ্লেষণ স্থান পেয়েছে। সঙ্গত কারণেই এসব বিশ্লেষণে ভারতের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।
বইটির একটি বড় অংশ জুড়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ এ দেশের সাথে সংশ্লিষ্ট নানা ঘটনাপরম্পরা ও বিশ্লেষণ স্থান পেয়েছে। সঙ্গত কারণেই এসব বিশ্লেষণে ভারতের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।
- বইয়ের ব্যাক-কভার থেকে
0 disqus:
Post a Comment