গ্রন্থঃ সালাতের মধ্যে হাত বাধার বিধান , একটি হাদীসতাত্ত্বিক পর্যালোচনা
লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (অধ্যাপক, আল-হাদীস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)
উক্ত বইটিতে লেখক সালাতে হাত বাধা, এবং হাত বাধার স্থান সম্পর্কে নিরপেক্ষভাবে হাদীসভিত্তিক আলোচনা করেছেন এবং লেখক উক্ত বইটিতে সালাতে হাত বাধার স্থান সম্পর্কে সালাফে সালেহীনের অভিমত উল্লেখ করেছেন। সালাতে হাত বাধার স্থান নিয়ে আমাদের মাঝে অনেক তর্ক-বিতর্ক হয়ে থাকে। আশা করা যায়, উক্ত বইটি মনোযোগ সহকারে অন্তরের প্রশস্ততা সহকারে পাঠ করলে সম্পূর্ণ বিষয়টি খুব সহজ হয়ে যাবে এবং আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে হাত বাধার স্থান সম্পর্কে যত সংকীর্ণতা রয়েছে সব মিটে যাবে।
0 disqus:
Post a Comment