সামরিক পোশাক পরিহিত সুদর্শন যুবককে একজন অফিসার মনে হচ্ছিল। সে জবাবে বলল, 'হ্যাঁ, তিনি সম্ববত এখনই এসে যাবেন'।
বুড়ো মাঝি বলল, "মহারাজ! আপনি তাকে বুঝিয়ে বলবেন, এ খরস্রোতা নদীতে নৌকা চালানো খুবই বিপজ্জনক। দু'দিন অপেক্ষা করলেই ঢলের জল কমে যাবে। আর তখন নিরাপদে পাড়ি দেয়া সম্ভব হবে"।
যুবক বলল, "তুমি সেনাপতি সুখদেবকে জান না । তিনি কখনও সামান্য বিপদ আপদের ভয়ে মত পরিবর্তন করেন না"।
0 disqus:
Post a Comment