বইটি হাতে নিতেই চোখে পানি চলে আসলো । উহ কতোদিনের সাধনা বইটি পড়বো । অবশেষে হাতে পেলাম । পড়া শুরু করলাম আল্লাহর নাম নিয়ে । যেনো শেষই হয় না । এ এমন এক যাদু । যখনই পড়া স্থগিত রেখে কোন কাজে যাই ফিরে এসে আবারো প্রথম থেকে ধরি । এ এমন এক যাদু যেনো গিলতে চেয়েও পারছি না । সত্যিই অসাধারন । মাত্র একটি সূরার তাফসীর তাও আবার প্রথম খন্ড ! এটাই যে এতোটা আকর্ষন করতে পারে তা জানা ছিলো না । সত্যিই বইটির ব্যাপারের রিভিউ দেওয়ার যোগ্যতা আমার নেই । শুধু এটুকু বলতে পারি যদি কোন ইসলামী সাহিত্য প্রেমিক এই বইটি না পড়ে তবে সে অনেক কিছু থেকে বঞ্চিত হলো । সর্বশেষ লেখকের আত্নার মাগফিরাত কামনা করছি । আল্লাহ যেন শাইখকে শহীদি মৃত্যু নসীব করেন । আমিন । ২য় খন্ডের অপেক্ষায়........
-হাসান তারিক
0 disqus:
Post a Comment