Blog Archive

Written By Bangladeshi on Friday, 17 March 2017 | 08:41

হাফিয আল্লামা ইবনুল কায়্যিম (রহ) এখন থেকে প্রায় সাত শ’ বছর পূর্বে ‘আররূহ’ গ্রন্থখানা আরবি ভাষায় রচনা করেন। তিনি ছিলেন সমকালীন মুসলিম বিশ্বের একজন বিশিষ্ট চিন্তাবিদ ও দার্শনিক। তাঁর অনন্য প্রজ্ঞা ও অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে আছেন। এছাড়া জ্ঞান-বিজ্ঞান ও দ্বীনী ইলমের বিভিন্ন ক্ষেত্রে ছিলো তাঁর দীপ্ত পদচারণা। তাঁর রচিত গ্রন্থ সংখ্যা ছিলো অনেক। তন্মধ্যে ‘আররূহ’ গ্রন্থখানা বিশেষ উল্লেখযোগ্য। পরবর্তীকালে এ গ্রন্থখানা মিসরের জমহুরিয়া প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়।

Download Now

0 disqus:

Post a Comment

Eboi.ML© 2014. All Rights Reserved. Published By Kaizen Template