মুসলিম সেনাদলের অভিযাত্রা ইস্কান্দারিয়ার দিকে। অসংখ্য দূর্গবেষ্টিত শহর ইস্কান্দারিয়ায় আজ পর্যন্ত কোন সেনাদল জয় করতে পারেনি। কিন্তু ইস্কান্দারিয়ায় যাওয়ার পথে আরো অনেক ছোট বড় শহর ও অজেয় দুর্গ রয়েছে। জেনারেল থিয়োডর সেসব দুর্গ শহরে মুসলিম সেনাদলের জন্য হাজারো মরণফাঁদ পেতে রেখেছে। মুসলিমরা কি সেসব জয় করে ইস্কান্দারিয়া পর্যন্ত যেতে পারবে? দ্রুত ফুরিয়ে যাচ্ছে মুল্যবান দিনগুলো। কিন্তু ইস্কান্দারিয়ার ধারে কাছেও যেতে পারছে না আমর ইবনুল আস রা. এর বাহিনী। তাহলে কি মুসলমানরা এ অভিযানে ব্যর্থতার কালিমা নিয়ে ফিরে আসবে? রেবেকার দুধের বাচ্চাকে অপহরণ করে নিয়ে গেছে পিশাচ জাদুকর্ণী। বাচ্চার কলিজা খাওয়াবে কালনাগিনীকে! তখন তার জাদুর শক্তিতে মুসলিম সেনাদল ধ্বংস হয়ে যাবে। আসলেই কি তাই ঘটবে?
কিংবদন্তী বীর সেনানী আমর ইবনে আস রা. এর ইতিহাসখ্যাত রোম অভিযানের অগ্নিঝরা দিনলিপির চমকপ্রদ কাহিনী নিয়ে ঐতিহাসিক উপন্যাস....
Tag:শেষ আঘাতশেষ আঘাত ৪শেষ আঘাত পিডিএফ শেষ আঘাত ডাওনলোডSes aghat ৪Ses aghat download
0 disqus:
Post a Comment