১. যায়ীদ কে? তার জন্যে ইউহাওয়ার মন কাঁদে কেন? সে কি পারবে যায়ীদের দুঃথ ঘুচাতে? সাধ পূরণ করতে?
২. এক এক করে নয়টি তলোয়ার ভেঙ্গে ফেলল এ কোন বীর মুজাহিদ? পনের হাজারেরও অধিক সৈন্যের সাথে মাত্র তিন হাজার মুসলিম বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। পারবে কি এই অপরাজেয় বীর মুজাহিদ শত্রুপক্ষ হটিয়ে মুসলিম বাহিনীকে রক্ষা করতে? কিন্তু কি ভাবে?
৩. মরুঝড়ের কবলে পড়ে ইউহাওয়া ঘোড়ার গাড়ী থেকে বিস্তীর্ণ মরুভূমিতে ছিটকে পড়ে। একদিকে মরু সাইমুম অপর দিকে মরুঘূর্ণিপাক ক্রমে তাকে মৃত্যুর গহ্বরে ঠেলে দেয়। পারবে কি এ রহস্যময়ী নারী মৃত্যুর করাল গ্রাস থেকে নিজেকে বাঁচাতে?
৪. মদীনা হতে মক্কা যাবার গিরিপথটি অত্যন্ত দুর্গম। কিন্তু উমরা পালন ইচ্ছুক কাফেলাটি এ স্থান অতিক্রম করার পূর্বেই দু’শত দুর্ধর্ষ শত্রু এর আশে-পাশে এসে ওঁৎ পেতে থাকে। কি করবে এখন কাফেলা ? মদীনা ফিরে যাবে নাকি শত্রুর পাতা ফাঁদে পা দেবে?
৫.মরু-শিয়াল এবং শকুন টেনে হিচড়ে ফিরছে এ কোন হতভাগা নারীর লাশ? এটা কি নিছকই হত্যাকান্ড নাকি ভাগ্যের নির্মম পরিণতি? তার এ করুণ পরিণতির জন্যে দায়ী কে? রাতের নিস্তব্ধতা খান-খান করে পাহাড়-পর্বতে কার আর্তচিৎকার ভেসে আসছে? পেতাত্নার না মানবের? কেন সে এভাবে চিৎকার করে ফিরছে?
৬.হুসাইন উপত্যকায় ওঁৎ পেতে রয়েছে ওরা কারা? আকস্মিক গুপ্তহামলায় পর্যদুস্ত মুসলিম বাহিনী কি আবার যুদ্ধে ফিরে আসতে পারবে? কিন্তু অগ্রবর্তী বাহিনীর কমান্ডার কোথায়? তিনি শহীদ না আহত?
এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে পড়ুন প্রখ্যাত সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রা. এর বর্ণাট্য জীবনভিত্তিক ঐতিহাসিক উপন্যাস ....
Download Now
0 disqus:
Post a Comment