Blog Archive

Written By Bangladeshi on Friday, 3 March 2017 | 14:52

অগ্নিঝরা দিনলিপি......

১.উর্ধ্বশ্বাসে ধাবমান দুই অশ্বারোহী। অগ্নিঝরা মরুর ধূসর বালিয়াড়ি পেরিয়ে এসে এই দুই অশ্বারোহীর মেজাযও আগুন-তপ্ত। দু’জনের মুখই নেকাব আবৃত। কিন্তু খোলা দুই জোড়া চোখ। কালের অনেক উত্থান পতনের গভীর অভিব্যক্তি ফুটে আছে দু’জনের চোখেই। অর্থাৎ তারা পরস্পরের কঠিন প্রতিপক্ষ। হঠাৎ দু’জনের স্পাত-কঠিন হাতে বিদুৎ খেলে গেলো। পলকে বেরিয়ে এলো উদ্যত তলোয়ার। অথচ তারা কিংবদন্তীর আলোকময় দিগন্তের দুই সাহসওয়ার..........ইসলামের অপ্রতিরোধ্য দুই সিপাহসালার.......

২. কায়সারে রোম শাহে হেরাক্লিয়াসের দরবার। শাহজাদী শারীনা গাঢ় চোখে তাকিয়ে রইলো বন্দী হাদীদের দিকে। অনাগত ভবিষ্যৎতের এক ‘স্বপ্ন-বীজ’ শারীনার মনমুকুরে বুনে দিলো সত্য সজীব চেতনার আধার হয়ে। শারীনা কি পারবে মৃত্যুপুরী থেকে হাদীদকে ‌উদ্ধার করতে?......

৩. প্রজার মেয়ে রুজীর জন্য শাহজাদা ইউকেলিস কেন এত উতলা? ওদিকে মুজাহিদরা রোমীয়দের আগ্রাসী থাবায় পর্যুদস্ত। আরেক দিকে ইউকেলিস আর দুর্ধর্ষ রোমীয় জেনারেল ইনথিউনিস মিলে বিশাল এক সেনাদল নিয়ে গুটি কয়েক মুজাহিদকে ঘিরে ধরেছে। সামান্য প্রতিরোধের আগেই ওরা কি শাহদাত বরণ করে নিবে?
হেরাক্লিয়াস এখন আহত সিংহের মতো মরণ থাবা হানতে যাচ্ছেন। এ তার চূড়ান্ত ও শেষ আঘাত। লক্ষ লক্ষ ফৌজ সমবেত করেছেন পুরো মিশর জুড়ে। অথচ সিপাহসালার আমর ইবনে আস রা. হাতে গোনা কয়েকজনকে নিয়ে ঢুকতে যাচ্ছেন শত্রুপুরীতে। একি আত্নহত্যা নয়?

কিংবদন্তী বীর সেনানী আমর ইবনে আস রা. এর ইতিহাসখ্যাত রোম অভিযানের অগ্নিঝরা দিনলিপির চমকপ্রদ কাহিনী নিয়ে উপন্যাস...




Tag:শেষ আঘাতশেষ আঘাত ১শেষ আঘাত পিডিএফ শেষ আঘাত ডাওনলোডSes aghat 1Ses aghat download

0 disqus:

Post a Comment

Eboi.ML© 2014. All Rights Reserved. Published By Kaizen Template