আলোর পরশ [Alor Porosh]
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার দিতে শুরু করে ১৯৬০ সাল থেকে। ওই বছরই উপন্যাস বিভাগে পুরস্কার পান আবুল হাশেম খান। তাঁর উপন্যাসের নাম ‘আলোর পরশ’। পঞ্চাশের দশকে প্রকাশিত এ উপন্যাসটি পাঠকদের কাছে সমাদরের দিক থেকে স্থান পেয়েছিল ‘বিষাদ সিন্ধু’র পরেই। ইসলামের অভ্যুদয়ের কালে মক্কার এক তরুণের জীবন, প্রেম ও কুরবানীর এক অনবদ্য উপাখ্যান। ইসলাম মাত্র প্রচারিত হতে শুরু করেছে,একজন-দু’জন করে গ্রহণ করছেন ইসলাম, এমন একটা সময়ের ঘটনাবলী। উপন্যাসের নায়ক ও নায়িকা পরম্পরকে ভালোবাসে গভীরভাবে। ইসলামে দীক্ষা নেয়ার পর তাদের ওপর নেমে আসে অকথ্য নির্যাতন। ইসলামবিরোধীরা অনেক অত্যাচার করেও মন ফেরাতে পারে না তাদের। পরিবারের গঞ্জনা, সমাজের লাঞ্ছনা—সব কষ্ট-যন্ত্রণা তাঁরা সহ্য করে অসীম ধৈর্যের সঙ্গে। ইসলামের আলোর পরশ পেয়ে উজ্জীবিত হয়েছে তাঁরা, কাজেই অন্ধকারের শক্তিকে ভয় কি?
0 disqus:
Post a Comment