Blog Archive

Written By Bangladeshi on Wednesday, 1 March 2017 | 09:29

সীরাতুল মুস্তফা(সঃ) [Siratul Mustofa sw:]

 

বইঃ সীরাতুল মুস্তফা(সঃ)
লেখকঃ আল্লামা ইদরীস কান্ধলবী (র.)
সাইজঃ ২২.২

জান্নাত বিজয়ীদের গল্প শুনতে কার না ভালো লাগে। আরো বেশি ভালো লাগে যখন আমরা জানতে পারি কিভাবে তাঁরা দুনিয়ায় থেকেই জান্নাতের সুসংবাদ পেলেন। তাঁদের কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করে জান্নাতের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্যেই তো তাঁদের সম্পর্কে জানার চেষ্টা চালিয়ে যাওয়া। তাঁদের ইতিহাস, ঈমান, আমল এবং আখলাক সম্পর্কে জানতে পারলেই তো তাঁদেরকে সঠিক ভাবে অনুসরণ করতে পারবো আমরা।
.
তাই তো আমরা আবারো আপনাদের কাছে ফিরে এসেছি জান্নাত বিজয়ীদের গল্প (ইতিহাস) শুনাতে। এবার এমন একজন মানুষের জীবনাদর্শ নিয়ে আমরা আলোচনা করবো যিনি নিজে সরাসরি জান্নাত ও জাহান্নাম দেখে এসেছিলেন। যিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন রহমত স্বরূপ।
.
আল্লাহ রব্বুল আলামিন তাঁকে পাঠিয়েছেন আমাদের পথ নির্দেশক হিসেবে। জাহান্নামের তপ্ত আগুন থেকে বেঁচে থেকে কিভাবে জান্নাতের বাগানে প্রবেশ করতে পারবো সেই শিক্ষা দিতেই তিনি এসেছিলেন আমাদের মাঝে।
.
আরবের নিরক্ষর মানুষ গুলো যে পরশ পাথরের ছোয়ায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে সেই পরশ পাথরের জীবনাদর্শ আলোচনা করতেই আমাদের এই ছোট্ট উদ্যোগ।
.
ঈমানদার দের নেতা এবং সমগ্র জাহানের আদর্শ হযরত মুহাম্মদ মুস্তফা আহমাদ মুস্তফা রাসূল (সঃ) এর জীবনের উল্লেখযোগ্য ঘটনা গুলো জানতে সাথে থাকুন।
.
আপনিও সংপৃক্ত হোন এই মহতী উদ্যোগে, সীরাহ গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ লেখা গুলো ইভেন্টে পোষ্ট করুন অথবা পেইজে ইনবক্স করুন। সেই সাথে ইভেন্ট ও পেইজের লেখা গুলো কপি/শেয়ার করুন নিজ নিজ টাইমলাইনে।

ডাউনলোড


0 disqus:

Post a Comment

Eboi.ML© 2014. All Rights Reserved. Published By Kaizen Template